বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BA/BSS (Degree) কোর্সের ভর্তির তথ্যঃ
✪ ভর্তির নুন্যতম যোগ্যতাঃ এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
✪ কোর্সের মেয়াদ: ৩ বছর।
✪ সেমিস্টার সংখ্যাঃ ৬ (৬ মাস মেয়াদী)
✪ সর্বমোট কোর্স সংখ্যাঃ ২০টি (৪+৪+৩+৩+৩+৩)
✪ টিউটোরিয়াল ক্লাসঃ শুক্রবার।
✪ স্টাডি সেন্টারঃ সারাদেশে স্টাডি সেন্টার রয়েছে। আবেদনের সময় আপনার নিকটস্থ স্টাডি সেন্টার সিলেক্ট করবেন।
✪ ভর্তির ফরম জমাদান ও ভর্তির তারিখঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি নোটিশ অনুযায়ী।
✪ টিউটোরিয়াল ক্লাস শুরুঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিশ অনুযায়ী।
✪ আবেদন প্রক্রিয়াঃ (ধারাবাহিকভাবে)
➬ প্রথমে বাউবির অনলাইনে (http://osaps.bou.edu.bd/) প্রদত্ত তথ্য পূরণ করতে হবে। শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষরের স্ক্যান করা কপি (৩০০×১০০ পিক্সেল) সংযুক্ত করতে হবে।
➬ বিকাশ/ডিবিবিএল/শিওর ক্যাশের মাধ্যমে বাউবির নির্ধারিত ফি (৩৮৯০ টাকা) ও সংশ্লিস্ট চার্জসহ প্রদান করতে হবে।
➬ট্রানজিকশন আইডি ও মোবাইল নম্বার নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটন ক্লিক করলে একটি SMS ও E-mail এ “Temporary user id ও password সহ Payment Successful” Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।
➬প্রাপ্ত User id ও Password ব্যবহার করে প্রদর্শিত আবেদন পত্রটি প্রিন্ট করতে হবে।
➬ Online এ আবেদন সম্পন্ন করার ১ সপ্তাহ অথবা ৭ কার্য দিবসের মধ্যে প্রিন্টকৃত আবেদন পত্রসহ নিম্মোক্ত কাগজপত্র বাউবির আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
➠ সকল সার্টিফিকেট ও মার্কশীট।
➠ চারিত্রিক সনদপত্র।
➠ জাতীয় পরিচয়পত্র।
➬ বাউবির আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সার্টিফিকেটসমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনোনীত প্রার্থীকে Online এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
✪ ভর্তি বাবদ টাকার পরিমাণঃ
➠ ভর্তি ফরম ফি: ১০০ টাকা।
➠ রেজিস্ট্রেশন ফি- ২০০ টাকা
➠ কোর্স ফি: ২৯৪০ (৭৩৫ টাকা করে ৪টি কোর্স))
➠ পরীক্ষার ফি: ৩০০ টাকা।
➠ সিমেস্টার নম্বারপত্র ফি: ১০০ টাকা।
➠ ডিজিটাল/প্লাস্টিক আইডি কার্ড ফি: ২০০ টাকা।
➠ একাডেমিক ক্যালেন্ডার ফিঃ ৫০ টাকা।
➠ সর্বমোট প্রদেয় টাকাঃ ৩৮৯০ টাকা (পেমেন্ট চার্জ ব্যতীত)
✪ ১ম সেমিস্টারের বিষয়সমূহঃ (আবশ্যিক বিষয়)
১। বাংলা-১
২। ইংরেজী
৩। সিভিক এডুকেশন-১
৪। সিভিক এডুকেশন-২
✪ ২য় সেমিস্টারের বিষয়সমূহঃ
বাংলা (আবশ্যিক) ও অন্যান্য তিনটি বিষয় নির্বাচন করে মোট ০৪ টি বিষয় সিলেক্ট করতে হয়।
৫। ০৩ টি বিষয় নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহঃ
ক-গ্রুপ: ইতিহাস, ইসলাম শিক্ষা, দর্শন।
খ-গ্রুপ: রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ।
বিঃদ্রঃ
(a) ক-গ্রুপ থেকে ০২ টি বিষয় ও খ-গ্রুপ থেকে ০১ টি বিষয় নির্বাচন করা হলে বিএ (ব্যাচেলর অব আর্টস) ডিগ্রী গণ্য হবে।
(b) ক-গ্রুপ থেকে ০১টি বিষয় ও খ-গ্রুপ থেকে ০২টি বিষয় নির্বাচন করা হলে বিএসএস (ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স) ডিগ্রী গণ্য হবে।
(c) কোনভাবেই একই গ্রুপ থেকে ০৩ টি বিষয় নির্বাচন করা যাবে না।
Post a Comment