Army admission qualification

 

"সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে"

 ‘বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ নেই’

** সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা আবেদনের জন্য বিস্তারিত তথ্য :

ক) সাধারণ ট্রেড জিডি , বিএনসিসি , এবং সেনা সন্তান -পুরুষ ও মহিলা।

             ১. বয়স - ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হবে না ।

             ২. এসএসসি সমমান , মাদ্রাসা , কারিগরি/ উন্মুক্ত হতে জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ ।

             ৩. শারিরীক মান  ন্যুনতম ,পুরুষ- উচ্চতা : ৫ ফুট ৬ (১.৬৮ মিটার)

ক্ষুদ্র নৃগোষ্ঠীর : ৫ ফুট ৪ (১.৬৩ মিটার) । মহিলা - উচ্চতা : ৫ ফুট ৩ ( ১.৬০ মিটার) , ক্ষুদ্র নৃগোষ্ঠীর : ৫ ফুট ১ ( ১.৫৬ মিটার)।

               ৪. ওজন : পুরুষ ন্যুনতম ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) । মহিলা ন্যুনতম ৪৭ কেজি (১০৪ পাউন্ড) ।

               ৫. বুক : পুরুষ ০.৭৬ মিটার ৩"(৩০ই) স্ফীত ০.৮১ মিটার (৩২ ই) । মহিলা ০.৭১ মিটার (২৮ই), স্ফীত ০.৭৬ মিটার (৩০ই)।


স্বাস্থ্য পরীক্ষা : মেডিকেল ক্যাটাগরি এ ।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত ।

সাঁতার : ৫০ মিটার ।

  • প্রয়োজনীয় কাগজ পত্র-
  • শিশিক্ষাগত যোগ্যতা র মূল সনদ , ফটোকপি হলে সত্যায়িত হতে হবে ।
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্র ।
  • অবিভাবক এর সম্মতি পত্র ।
  • জন্ম সনদ/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • চেয়ারম্যান এর পরিচয় পত্র।
  • পাসপোর্ট সাইজের ছবি ।
  • লিখিত পরীক্ষা র জন্য প্রয়োজনীয় জিনিস ।
  • সাঁতার পরীক্ষার জন্য ড্রেস।

ট্রেনিং : এসএসসি পাস হলে ১ বছর এবং এইচএসসি পাস হলে ৬ মাস । ট্রেনিং কোর অনুযায়ী সহ সহ সেন্টারে পরিচালিত হয় ।



1 Comments

Post a Comment

Previous Post Next Post